শনিবার, ১০ মে ২০২৫, ১০:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, মানুষ ভোট দিতে চায়, দেশের গণতন্ত্র আবারও প্রতিষ্ঠা করতে চায়। বার বার দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণকারী আওয়ামীলীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। অনির্বাচিত আওয়ামীলীগ সরকারকে বিদায় জানাতে দেশবাসী এখন প্রস্তুত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমেই জনগণের এই রায় প্রতিফলিত হবে। কিন্তু নির্বাচন বানচাল করতে আওয়ামীলীগ এখনও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি সেই সুযোগ আওয়ামীলীগকে আর দিবে না। কোনো পাতানো ফাঁদে পা না দিয়ে খুব সতর্কতার সাথে নির্বাচনী মাঠে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মেয়র জি কে গউছ। তিনি
বুধবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতমিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় মেয়র জি কে গউছ আরও বলেন- দুর্বল সংগঠন দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে কাজ করতে হবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে অতন্ত্র প্রহরীর ন্যায় ভোট কেন্দ্রে অবস্থান নিতে হবে। সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। মনে রাখতে হবে, ধানের শীষ যার আমরা তার। হবিগঞ্জের ৪টি আসনে যার হাতেই ধানের শীষ তুলে দেয়া হবে তার পক্ষেই কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মেয়র জি কে গউছ।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, অলিউর রহমান মেম্বার, কাজী শামছু মিয়া, হাজী মতিন, এডভোকেট মইনুল হক দুলাল, ডাঃ বকুল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, সৈয়দ আজহারুল হক বাকু, মীর দুলাল, নজরুল ইসলাম, সেলিম মিয়া, ফজল ইসলাম ফজল, লুৎফুর রহমান, আব্দুল লতিফ, আলকাছ মিয়া, নুনু মিয়া, আব্দুন নুর, সফিক মিয়া, বাচ্চু মিয়া, সাহেব আলী, কাজী ফরিদ মিয়া, আরব আলী, গোলাম মওলা, আব্দুল আলী প্রমুখ।