শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা একটি বিলাসবহুল লেক্সাস গাড়ি রাস্তায় ফেলে সিলেটে লাপাত্তা হয়েছেন এক মালিক। পরে গাড়িটি জব্দ করেছেন শুল্ক বিভাগের গোয়েন্দারা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ২টার দিকে সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সামনে থেকে একটি চিঠিসহ গাড়িটি জব্দ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান।
তিনি জানান- গাড়িটির সাথে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে গাড়িটি শুল্ক বিভাগে হস্তান্তরের কথা জানানো হয়েছে। বিলাসবহুল লেক্সাস গাড়িটি ২০০৭ সালের তৈরি। চেসিস নম্বর জেটিজেএইচকে ৩১ইউ৬০২০১৫৭৮২। ইঞ্জিন নম্বর ২জিপিএ০৫৬৯৬৪। পাঁচ সিটের সিলভার রঙের এই গাড়িটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলেও জানান তিনি।
শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক বলেছেন- গাড়িটি ২০১১ সালে ইউকে থেকে কেনা। পরে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে রেজিস্ট্রেশন ছাড়াই চালানো হচ্ছিল।