করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৩

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
মো: আব্দুর রহিম, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার সিন্দুরখান চা বাগান এলাকায় পুলিশের অভিযানে এসব সরঞ্জামাদি ও তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মৃত আব্দুল হকের ছেলে ছত্তার মিয়া (২৫), মৃত আব্দুল হামিদের ছেলে জয়নাল আহম্মেদ (৩০), মৃত মহরম আলীর ছেলে কাউছার মিয়া (২৭) উভয় সাং কুঞ্জবন, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার।
শ্রীমঙ্গল থানার এসআই ফজলে রাব্বী, এসআই দেলোয়ার হোসেন, এএসআই এনামুল হকসহ পুলিশের একটি দল এ অভিযানটি পরিচালনা করে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, চা বাগানের জুয়া খেলা হচ্ছে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এজাহার সূত্রে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ