প্রেস বিজ্ঞপ্তি: চিটাগাং ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অফ মিশিগান এর উদ্যোগে শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় এক ব্যাতিক্রম ধর্মী ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় ।
আহব্বায়ক সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ লুৎফর রহমানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভার আলোচ্য বিষয় “ আমরা কেমন আছি ‘’ ইতিমধ্যে এসোসিয়েশনের অনেক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন । মুলত তাদের খবরাখবর নেয়া ।
তাদের নিকট থেকে করোনা কালীন সময়ে শারীরিক ও মানসিক অবস্থা কেমন ছিল তা জানা । কি ভাবে তাঁরা করোনা কে জয় করেছেন তাদের মুখ থেকে সরাসরি শুনা ।
এই প্রাণবন্ত আলোচনায় অভিজ্ঞতা বর্ণণা করেন এডভোকেট মোহাম্মদ হোসাইন , ঈশা সালাউদ্দিন মুরাদ , সাহেদুল ইসলাম , ও জিয়াউল আলম চৌধুরী । তাদের বর্ণনায় বেরিয়ে আসে একেক জনের একেক রকম লক্ষন ও কষ্ট । করোনা থেকে মুক্তি পেয়ে তারা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন । এবং যারা আক্রান্ত হননি তাদের আরো সতর্কতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন ।
সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কাউন্সিল ম্যান কামরুল হাসান , ইকবাল আহমেদ , মাহমুদুল হাসান খাতেবী , অলিউর রহমান , অরবিন্দ চৌধুরী মৃদুল, মিলটন বড়ুয়া ,এডভোকেট সালাউদ্দিন , মোঃ আফতাব উদ্দিন , কামরুল ইসলাম কাজী এবাদুল ইসলাম এবাদ , আমিনুল ইসলাম , মঈনুল হক ও মোস্তফা কামাল প্রমুখ ।
পরিশেষে কামরুল ইসলাম ও সাহেদুল ইসলাম এর মরহুম আব্বা সহ করোনা মহামারীতে দেশে বিদেশে যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা কর হয় ।