রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের মিরপুরে “আলোর পথিক” (একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন) নামের এই সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে।
শনিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দ্যা হোপ ইন্টারন্যাশনাল স্কুলে ২৫ জন মেধাবী ও আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরনের মধ্য দিয়ে তাদের সংগঠনের শুভসূচনা করা হয়।
সংগঠনের সভাপতি ইউসুপ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আব্দুল আউয়ালেরর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক, দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ব্যাবস্থাপনা পরিচালক প্রভাষক আইয়ূব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আকাদ্দছ মিয়া বাবুল,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, প্রভাষক আব্দুল হাই ভূঁইয়া, ফয়সাল আহমেদ, নাজির হোসেন হাসু, জনাব এম শামসুদ্দিন, প্রভাষক আব্দুস সালাম, সিদ্দিকুর রহমান মাসুম,আব্দুস সালাম, গীতিকার মামুনুর রশীদ, ফারুক তালুকদার, মুতাব্বির হোসেন, হাজী মোহাম্মদ সাহেদ আলী, জনাব মোঃ কদর আলী প্রমূখ।