• Youtube
  • English Version
  • সোমবার, ২২ জুলাই ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে মোহনা টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হবিগঞ্জে মোহনা টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপত্বি ও মোহনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম সেবা)।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক্ষ ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসাসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, হবিগঞ্জ সাংবাদিক ফোরাম এর সভাপতি শাকিল চৌধুরী। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম।

বক্তব্য রাখেন দৈনিক লোকালয় বার্তা সম্পাদক এমদাদুল হক সোহেল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, চ্যানেল-৯ প্রতিনিধি সুকান্ত গোপ, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি মোঃ নূরুল হক কবির, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার একে কাউছার, কাজী মিজান, প্রিয়ডট কম এর জেলা প্রতিনিধি এম সজলু, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বিজয় টিভির জেলা প্রতিনিধি ইলিয়াছ আলী মাসুক, সিলেট ভয়েজ এর জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার সহিবুর রহমান, হবিগঞ্জের জননীর স্টাফ রিপোর্টার এএম শাহ আলম প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, এমন একটা সময় ছিল যখন অনেক তথ্য গোপনে চাপা পড়ে যেত। কিন্তু বর্তমান সময়ে মিডিয়ার বদৌলতে আমরা মুর্হুতেই মধ্যেই সকল খবরাখবর পাই। তিনি বলেন, মিডিয়া কর্মী ও পুলিশ একে অন্যের পরিপূরক। মিডিয়া কর্মীরা সমাজের নানা দিক তুলে ধরে আমরা তাদের বদৌলতে তা জানতে পারি।

মোহনা টিভি ৯ম বছরে পদার্পন উপলক্ষে তিনি টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া ও সকল কলাকৌশলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ