নিতেশ দেব, লাখাই (হবিগঞ্জ): হবিগঞ্জের লাখাই উপজেলায় অ্যাডভােকেট মােঃ আবু জাহির মডেল কলেজে নতুন ভবনের মিনি ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সােমবার দুপুর ২টার দিকে জেলা পরিষদের অর্থায়নে ২০লক্ষ টাকা ব্যায়ে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান ও অত্র কলেজের গর্ভনিং বডির সভাপতি অ্যাডভােকেট মুশফিউল আলম আজাদ।
এসময় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে আধুনিকায়ন ও ডিজিটালাইজ করন বর্তমান সরকারে অন্যতম সাফল্য।
ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রফিক আলী , ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল, কলেজ কমিটির সদস্য আব্দুল কুদ্দছ, আলী আকবর, ইঞ্জিঃ শিফন কুমার, মােঃ শের আলী উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক, সাধারন সম্পাদক নিতেশ দেব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন।
official zlibrary domain z.lib . Find free books