করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

রেল লাইনে ছবি তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: চট্টগ্রামের মিরসরাইয়ে রেল লাইনে দাঁড়িয়ে ছবি তোলার সময় ট্রেনে কাটা পড়ে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪)।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কে রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই ও বোন মোহাম্মদ নুরুল মোস্তফার সন্তান। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। চাকরির সুবাদে দীর্ঘ ১৫ বছর ধরে ওয়াহেদপুর এলাকায় বসবাস করে আসছেন তারা।

জানা যায়, শুক্রবার বিকেলে মোস্তফার স্ত্রী ছেলে ও মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যায়। সেখান থেকে আসার পথে রেল লাইনে ছবি তুলতে ছিলেন শ্রবণ প্রতিবন্ধী মালেক। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে বোন সুমাইয়া এগিয়ে গেলে দু’জনই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তারা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ