শনিবার, ১০ মে ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বিভিন্ন স্থানে কোন মামলা ছাড়াই যুবদল নেতাকর্মীদের গ্রেফতার করায় তীব্র নিন্দা জানিয়েছে জেলা যুবদল।
শুক্রবার হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, মামলা ছাড়াই যুবদলের নেতাকর্মীতে গ্রেফতার করা হচ্ছে।
ইতিমধ্যে লাখাই ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সভাপতি মো: ইলিয়াস মিয়া, হবিগঞ্জ পৌর যুবদলের জসিম মিয়া, চুনারুঘাট উপজেলার উবহাটা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: অনু মিয়া, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আ: জলিল, জগদিশপুর ইউনিয়নের আলী আকবর, বানিয়াচং উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, খাগাপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাজ মিয়া, চুনারুঘাট উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো: লাল মিয়া মেম্বারকে গ্রেফতার করা হয়।
পুলিশের এমন আগ্রাসী আচরণের তীব্র নিন্দা প্রকাশ করেছে জেলা যুবদল এবং অভিলম্বে সকল নেতাকর্মীর মুক্তির দাবী জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি