সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চোরাইকৃত চাপাতা নিয়ে যাওয়ার সময় ২জনকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এস আই কমলা কান্তের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রমাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. মোতাব্বির (২৯) ও মাধবপুর উপজেলার কড়রা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মো. রফিক মিয়া (৪৫)।
এ তাদের কাছ থেকে ৪৩০ কেজি চোরাই চা-পাতা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চোরাইকৃত চাপাতা সিএনজি অটোরিকশা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। যার বাজার মূল্য এক লক্ষ ঊনত্রিশ হাজার টাকা। চোরাই মালামাল বহন কাজে ব্যবহৃত দুইটি সিএনজি অটোরিকশাও আটক করে পুলিশ। এসময় চা পাতা পাচারের অপরাধে
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।