শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর ২নং পুল বহুলা থেকে যুবদল কর্মী আব্দুল হান্নানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হল বহুলা গ্রামের আব্দুস শহীদের পুত্র আব্দুল হান্নান (৩০) ও নান্টু মিয়ার পুত্র জুবেল মিয়া (২৮)।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় ডিবি পুলিশের এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হান্নানের বাড়ি থেকে তাদের কে আটক করেন।
এসময় তাদের কাছ থেকে ১০ পিছ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক এনে এলাকায় বিক্রি করছে। ফলে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এমনকি চুরি ডাকাতি ছিনতাই বৃদ্ধি পাচ্ছে।