করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে বিয়ের ৫ দিনের মাথায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বিয়ের ৫ দিনের মাথায় আব্দুল মজিদ (২১) নামে এক যুবকের নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক জাবেদ আলীর ছেলে আব্দুল মজিদ।

জানা যায়- গত ১২ নভেম্বর আব্দুল মজিদের সাথে একই উপজেলা উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুল নুরের মেয়ে ফাহিমার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে বেড়াতে যায় মজিদ। সোমবার বাড়িতে ফিরে আসে। মঙ্গলবার সকালে তার পরিবারের লোকজন মজিদকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখতে পায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন বলেন , নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তবে ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ মৃত্যু সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ