করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে দুটি বেসরকারি হাসপাতালকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: হবিগঞ্জে দুইটি বেসরকারি হাসপাতালে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান করাসহ নানা অভিযোগে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।

সূত্রে জানা যায়, জেলা শহরের সবুজবাগ এলাকায় খোয়াই হাসপাতালে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহার, ব্যবহৃত পুরাতন সুতা সংরক্ষণ এবং দায়িত্বশীল রেজিস্ট্রাড মেডিক্যাল প্র্যাক্টিশনার ও নার্সের অনুপস্থিতি ইত্যাদির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে হাসপাতালের ব্যবস্থাপককে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়াও, শহরের বাসস্ট্যান্ড এলাকার জাপান বাংলাদেশ হসপিটালে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০ হাজার জরিমানা করা হয়েছে।
এসময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহায়তা করেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন- লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী খোয়াই হাসপাতালকে বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ