রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি: দৈনিক মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি,হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল আমিনের বিরোদ্ধে ২টি মামলা হয়েছে।
রবিবার চুনারুঘাট থানা এবং সোমবার হবিগঞ্জ কোর্টে মামলাটি দায়ের করেন জনৈক তাছলিমা আক্তার রুনু।
মামলার বাদি রুনুর বাড়ি উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামে। তার স্বামীর নাম রাসেল মিয়া।
থানার মামলায় রুনু বলেন,সাংবাদিক নুরুল আমিনের ভাই ছিদ্দিকুর রহমান রাজুর সাথে তার বিরোধ চলছে। নুরুল আমিন প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ মুখ খুুলে কিছু বলার সাহস পায় না। অভিযোগ পাওয়ার পর চুনারুঘাট থানার দারোগা সামিউল ঘটনাস্থল পরিদর্শন করে মামলার কোন সত্যতা পাননি।
এরপর সোমবার হবিগঞ্জ কোর্টে তাছলিমা আরো একটি মামলা দায়ের করেন। এ মামলায় তিনি প্রান নাশের হুমকীর অভিযোগ আনেন নুরুল আমিনের বিরোদ্ধে। বিজ্ঞ আদালত প্রথমে মামলাটির তদন্তভার স্থানীয় চেয়ারম্যানের উপর ন্যস্ত করেন কিন্তু বিকালে সেই আদেশ পরিবর্তন করে মামলাটির তদন্ত ভার ডিবি পুলিশের কাছে ন্যস্ত করা হয়।