শনিবার, ১০ মে ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রাথমিক ভাবে চূড়ান্ত করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা না হলেও সংশ্লিষ্ট বিশস্ত সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র মতে, ১নং স্নানঘাট ইউনিয়নে বর্তমান মেম্বার ফেরদৌস আহমদ, ২নং পুটিজুরি ইউনিয়নে স্থানীয় আওয়ামীলীগ সভাপতি সাবেক মেম্বার শামছুদ্দিন তারা, ৩নং সাতকাপনে নতুন মুখ উপজেলা তরুণলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ আয়াত আলী, ৪নং সদরে বর্ষীয়ান রাজনীতিক প্রয়াত নজমুল হোসেন চৌধুরীর পুত্র ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নতুন মুখ আজমল হোসেন চৌধুরী, ৫নং লামাতাসী ইউনিয়নে উপজেলা শ্রমিকলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, ৬নং মিরপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামীলীগ সভাপতি মোঃ সাইফুদ্দিন লিয়াকত ও ৭নং ভাদেশ্বর ইউনিয়নে স্থানীয় আওয়ামীলীগ সভাপতি কামরুজ্জামান বশির প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।
বাহুবল ও জেলা আওয়ামীলীগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।তবে বিএনপির প্রার্থী নির্ধারণ করতে পারেনি তারা। এ নিয়ে দ্বিদাদ্বন্ধ চলছে।