রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদরে পেট্টোলের দোকান থেকে আগুন ছড়িয়ে পাশে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমান ৪০ লাখ টাকার উপরে দাবি করছেন ব্যবসায়ীরা।
সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে এঘটনাটি ঘটেছে। প্রায় দেড়ঘন্টা সময় অগ্নিকান্ডের ভয়াবহতা স্থায়ী ছিল। উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় স্থানীয় পাঁচ শতাধিক লোকজন ও অন্য উপজেলা থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, উপজেলা সদরের লাল মিয়া বাজারে একটি পেট্টোলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে একে একে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছড়িয়ে পড়ে। এসময় বাজারের মাঝ থেকে দুইটি দোকান ভেঙ্গে সরিয়ে ফেলা হয়। পরে এলাকার ৫ শতাধিক মানুষ আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা দাবি করছেন তাদের ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও ক্ষতির পরিমাণ নিরূপম করা সম্ভব হয়নি।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, আজমিরীগঞ্জে কোন ফায়ার সার্ভিস নেই। সেজন্য বানিয়াচং উপজেলা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ করেছেন।