করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

প্রকৃতিতে শীতের আমেজ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি: এখনো শেষ হয়নি কার্তিক মাস। প্রতি বছর অগ্রহায়ণের প্রথম সপ্তাহে শীতের আগমন ঘটলেও এবার কার্তিকের মাঝামাঝিতেই শুরু হয়েছে শীত। দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর হিমেল হাওয়া বইতে শুরু করে। রাতভর টুপটাপ কুয়াশায় বইয়ে দিচ্ছে শীতল হাওয়া। ভোরে কুয়াশা কেটে পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে সূর্য।

দূর্বাঘাসে কিংবা ধানের কচি ডগায় মুক্তার মতো আলো ছড়িয়ে ভোরের শিশির জানান দিচ্ছে শীত আসছে। ভোর সকালে পড়তে শুরু করেছে হালকা কুয়াশা। সেই সঙ্গে অনুভূত হচ্ছে ঠান্ডা। এ বছর শীত যেন অনেকটা আগে চলে এসেছে।

আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, রোববার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াগত কারণে অনেকটা আগেই শীত অনুভ‚ত হচ্ছে। তবে পুরোপুরি শীত পড়বে ডিসেম্বর থেকে।

রোববার ভোরে দেখা যায়, হালকা কুয়াশায় ঢেকে যায় সিলেটের গ্রামগঞ্জ ও শহর-শহরতলীর রাস্তা-ঘাট।

সড়কে-মহাসড়কে বাস-ট্রাকগুলো চলাচল করে হেডলাইট জ্বালিয়ে। ভোরে অনেকেই নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন হালকা গরম কাপড় গায়ে দিয়ে। আর আমন ধানের পাতা আর ঘাসের ওপর ঝরছে শিশির কণা। শিশির ভেঙে চাষি ছুটে যান সবুজ ধানের ক্ষেতে। ঘাসের ওপর দিচ্ছে ভোরের রোদের আলোয় ঘাসের ওপর ঝরে পড়া শিশির বিন্দু চকচক করে ওঠে।

এ দিকে, গ্রামঞ্চলে কৃষাণ-কৃষাণীরা গোলায় ধান তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ আবার সবজির চাষাবাদে মগ্ন। এবার আমন ধানের ভালো ফলন পাওয়ায় খুশি কৃষকরা। তাই গ্রামে ধান কাটায় এখন বইছে উৎসবের আমেজ। এছাড়া, হাট-বাজারগুলোতে ওঠতে শুরু করেছে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম, ওলকপি, গাজর, টমেটো।

গ্রামগুলোতে দেখা গেছে, শীতের আগমনী বার্তায় প্রস্তুতিও শুরু করেছে মানুষ। পুরনো কাঁথা নতুন করে সেলাই করে নিতে ব্যস্ত সময় পাড় করছেন নারীরা। বাড়ির পাঁশে গাছের নিচে বসে রঙ-বেরঙের সুতো দিয়ে তারা তৈরি করছেন কাঁথা। প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতে না হতেই অতিথি পাখির কলতালে বিভিন্ন খাল, বিল ও জলাশয়গুলোতে নানা প্রজাতির অতিথি পাখির আগমন শুরু হয়েছে।

প্রতিদিন রাত ও ভোর থেকে ঘন কুয়াশার চাদর ঢেকে যায় গ্রামঞ্চল। কুয়াশা ও হিমেল বাতাসে দারুণ শীতের অনুভ‚তি লাগায় গরম কাপড়-চোপড় পরতে শুরু করেছে অনেকে। রাস্তা-ঘাটে ও হাট-বাজারে সাধারণ মানুষ সোয়েটার কিংবা চাদর পরে বাসা-বাড়ী থেকে বের হচ্ছে।

শীতের প্রভাব পড়তে শুরু করেছে শহরেও। নগরীর ফুটপাতসহ বিপনীবিতানগুলোতে চলছে শীতের নানা রকম কাপড় বিক্রি। বিভিন্ন মোড়ে মোড়ে বসেছে শীতকালিন পিঠার দোকান। সন্ধ্যা নামার সাথে সাথে এসব মোড়ে শুরু হয় ভাঁপা, চিতইসহ হরেক রকম পিঠা বিক্রির ধুম।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ