করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে সমাপনী পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র আয়োজনে একে বাংলা স্কুলসহ আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রায় ১৪১৫’শ সমাপনী পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, বোর্ড ও হরলিক্স বিতরণ এবং আশীর্বাদ প্রদান করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে গুড নেইর্বাস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদার এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সিডিপি’র হেলথ অফিসার মো: রিপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজিদ খান।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, টিচার্স কালচারাল ক্লাব এর আহ্বায়ক সাজ্জাদুল হক স্বপন, প্রধান শিক্ষক মো: নূর উদ্দিন, অরুন কুমার সিংহ, সাংবাদিক মোনায়েম খান, সহকারি শিক্ষিকা মেমছবিচনু প্রমুখ।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির প্রায় ১৪১৫ জন সমাপনী পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ২টি খাতা, ২টি কলম, ১টি হরলিক্স, ১ প্যাকেট হরলিক্স বিস্কুট এবং ১৬০জন পরীক্ষার্থীদের জন্য ৩টি কলম এবং ১টি করে লেখার বোর্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ