শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র আয়োজনে একে বাংলা স্কুলসহ আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রায় ১৪১৫’শ সমাপনী পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, বোর্ড ও হরলিক্স বিতরণ এবং আশীর্বাদ প্রদান করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে গুড নেইর্বাস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদার এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সিডিপি’র হেলথ অফিসার মো: রিপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজিদ খান।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, টিচার্স কালচারাল ক্লাব এর আহ্বায়ক সাজ্জাদুল হক স্বপন, প্রধান শিক্ষক মো: নূর উদ্দিন, অরুন কুমার সিংহ, সাংবাদিক মোনায়েম খান, সহকারি শিক্ষিকা মেমছবিচনু প্রমুখ।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির প্রায় ১৪১৫ জন সমাপনী পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ২টি খাতা, ২টি কলম, ১টি হরলিক্স, ১ প্যাকেট হরলিক্স বিস্কুট এবং ১৬০জন পরীক্ষার্থীদের জন্য ৩টি কলম এবং ১টি করে লেখার বোর্ড প্রদান করা হয়।