রবিবার, ১১ মে ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই ভূয়া ডাক্তারকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাক্তার কাজল দেবনাথ ও অলক চন্দ্র দত্তকে দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
কাজল দেবনাথকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর ভূয়া ডাক্তার অলক চন্দ্র দত্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন।