রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে করোনাভাইরাসে শহীদ সামছুদ্দিন হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
গতকাল শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে তিনি মারা যান।
তাকে নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ২৩৬। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল শনিবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৮ জন। এর মধ্যে সিলেটে ৩০, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ১ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, আজ রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮৩৪, সুনামগঞ্জে ২ হাজার ৪১৭, হবিগঞ্জে ১ হাজার ৮৫১ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮০৩ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৫ ও সুনামগঞ্জের ২ জন। এই ৩৭ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৯৫২, সুনামগঞ্জে ২ হাজার ৩৫২, হবিগঞ্জে ১ হাজার ৫৪৮ ও মৌলভীবাজারে ১ হাজার ৬৯৩ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন।