করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে করোনাভাইরাসে শহীদ সামছুদ্দিন হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে তিনি মারা যান।

তাকে নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ২৩৬। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

এদিকে, সিলেট বিভাগে গতকাল শনিবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৮ জন। এর মধ্যে সিলেটে ৩০, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ১ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, আজ রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৮৩৪, সুনামগঞ্জে ২ হাজার ৪১৭, হবিগঞ্জে ১ হাজার ৮৫১ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮০৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৫ ও সুনামগঞ্জের ২ জন। এই ৩৭ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৯৫২, সুনামগঞ্জে ২ হাজার ৩৫২, হবিগঞ্জে ১ হাজার ৫৪৮ ও মৌলভীবাজারে ১ হাজার ৬৯৩ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ