করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে সমবায় সমিতি ২ হাজার লোকের
কর্মসংস্থান সৃষ্টি করেছে

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে সমবায় সমিতর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ২ হাজার ১৭৫জনের।

জেলায় ১৯টি কেন্দ্রীয় সমিতির পাশাপাশি ১২১৭টি প্রাথমিক সমিতিতে সদস্য রয়েছেন ৫১ হাজার ৯৯১জন।

৩৬৮টি মৎস্যজীবী সমিতির ৯৭৪২জন লোক সরাসরি উপকৃত হচ্ছেন বিআরডিবির রয়েছে আরও ২০০২টি সমিতি। এখানে সরকারের আশ্রয়ন প্রকল্পে সমবায় ঋণের মাধ্যমে উপকৃত হচ্ছেন অনেক প্রান্তিক জনগন। ক্ষুদ্র নৃতাত্বিক জীবন যাত্রার উন্নয়ন কম্পোনেন্টের আওতায় রয়েছে বাহুবল উপজেলা।

শনিবার দুুপুরে জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের অফিসের উদ্যোগে৪৯তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা খাতুন।

জেলা সমবায় কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন হবিগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা হান্সা হেনা।

বক্তৃতা করেন বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান. বীর মুুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম, এডভোকেটর সরওয়ার হোসেন, আব্দুল মোছাব্বির তালুকদার, লুকমান হোসেন ও জয়নাল আবেদীন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ