করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে ট্রেন থেকে তেল সংগ্রহে হিড়িক

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুতির ঘটনায় ট্রেনটির তেল মাটিতে পড়া শুরু করে। এরপরও তেল সংগ্রহে স্থানীয় জনতার ঢল নামে।

এদিকে, সিলেট আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবাব (০৭ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর খেকে‌ সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী আরিফ জানান, ট্রেন দুর্ঘটনা হলে স্থানীয় জনতার আসলে দেখতে পান ট্রেন থেকে তেল পড়ছে। পরে মানুষ তেল সংগ্রহ করেন।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাত বগি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে লাইনচ্যুত হয়ে বগি উল্টে যায়।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হবে।

লাইনচ্যুত তেলের ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যাচ্ছে। স্থানীয় মানুষ এই তেল সংগ্রহ করছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ