শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ৫ ভাইকে রামদা দিয়ে কুপিয়ে ক্ষত- বিক্ষত করেছ প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের সাবেক মেম্বার মৃত আঃ মন্নানের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মমিনুল ইসলাম মমিন তার বাড়ি থেকে গাজীগঞ্জ বাজারে যাওয়ার পথি-মধ্যে একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ছায়েদ মিয়া, জাহেদ মিয়া ও দৌলত মিয়া মমিনের গতিরোধ করে রামদা দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে।
এসময় খবর পেয়ে মমিনের ভাই সুজন মিয়া, সুমন মিয়া, মামুন মিয়া ও মাশফিক মিয়া এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে।
আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা আশংকা-জনক অবস্থায় মমিনুল ইসলাম মমিন (৩৭), সুজন মিয়া (১৮) ,সুমন মিয়া (২১) সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত মামুন মিয়া (৩৫) ও মাশফিক মিয়া (৪৭)কে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, মমিনুল ইসলাম মমিন দৌলত মিয়া কাছ থেকে ২লক্ষ টাকা দিয়ে একটি জমি ক্রয় করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে দৌলত মিয়া মমিনের নামে জমির কাগজ না করে দিয়ে বিভিন্ন ভাবে টাল বাহানা শুরু করে।
চুনারুঘাট থানার (ওসি) তদন্ত চম্পক দাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।