করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২০

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ২২ পিস ইয়াবাসহ সুমন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আল মামুন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের জনৈক আছকির মিয়ার বসতঘর থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক সুমন মিয়া উপজেলার সুরাবই গ্রামের আছকির মিয়ার পুত্র।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ