• Youtube
  • English Version
  • সোমবার, ২২ জুলাই ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চা বাগানে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্বামী-স্ত্রী

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, সিলেটঃ সিলেটের ওসমানী বিমানবন্দর সড়কে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওই সড়কের মালনীছড়া চা বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দম্পতি দুই শিশু সন্তান ও অটোরিকশা চালক গুরুতর আহত হন।

জানা যায়, সোমবার বিকেলে স্ত্রী ও সন্তানদের নিয়ে বিমানবন্দর এলাকায় বেড়াতে গিয়েছিলেন নগরীর কাস্টঘর এলাকার বাসিন্দা ফয়সাল চৌধুরী (৪২)। সন্ধ্যায় মালনীছড়া চা বাগানের সামনে তাদের অটোরিকশাকে ধাক্কা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে গুরুতর আহত হন ফয়সাল চৌধুরী, তার স্ত্রী ইউসা চৌধুরী, দুই সন্তান ও অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর ফয়সাল ও তার স্ত্রী মারা যান। তবে দুই সন্তান ও চালক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ