সোমবার, ১২ মে ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার বেস্ট অনলাইন পরফরমেন্স ২০২০ নির্বাচিত হয়েছেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক ফেরদৌস ওয়াহিদ।
কোভিড-১৯ এর কারনে দেশব্যাপি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়।সিলেট ডিভিশন অনলাইন স্কুলের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু করে হবিগঞ্জ অনলাইন স্কুলের এডমিনের দ্বায়িত্ব পালন করেন।
মাধবপুর অনলাইন স্কুলের প্রতিষ্ঠাতা ফেরদৌস ওয়াহিদ
MPHO online school, FW science Education Online school প্রতিষ্ঠা
করে শিক্ষক বাতায়নে এন্ট্রি করেন।
বৃহস্পতিবার প্রযুক্তি ব্যবহার শির্ষক সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান অনলাইন বেস্ট
পারফরমাদের হাতে সম্মননা স্মারক তুলে দেন।
শিক্ষক বাতায়নের জেলা অ্যম্বাসেডর ফেরদৌস ওয়াহিদ ইউটিউবের মাধ্যমে নিয়মিত অনলাইন ক্লাস পরিচালনা করছেন।