রবিবার, ১১ মে ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান খুলে দেওয়া হচ্ছে আগামী রোববার (০১ নভেম্বর)।
করোনা ভাইরাসের কারণে আট মাস বন্ধ থাকার পর এ স্পটে প্রবেশের সুযোগ পাবেন পর্যটকরা।
করোনা ভাইরাসের কারণে গত ১৯ মার্চ এ পর্যটন স্পটটি বন্ধ ঘোষণা করা হয়। আর এ সুযোগে অর্থাৎ গত আট মাস ধরে পর্যটক না আসায় বনটি তার প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরিভাবে ফিরে পেয়েছে বলেও তিনি জানিয়েছেন।
উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, খোলা থাকলে সাতছড়িতে প্রতিদিন আড়াই থেকে পাঁচ হাজার পর্যটক আসেন। বয়স্কদের টিকিট বিক্রি হতো ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২৫ টাকা।