শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বরকতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় দাশ (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর অনুমান ১টার দিকে ঘটনাটি ঘটে।
জানাযায়, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী এস,বি প্লাজার সত্ত্বাধিকারী বদলরুল আলম পার্শ্ববর্তি নহরপুর গ্রাম থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ এনে তার বাড়িতে দীর্ঘদিন যাবত বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন।
গত কয়েকদিন ধরে তার বাড়ির ছাদে ধান শুকানোর কাজ চলছিল। ঐ বাড়িতে ধান শুকানোর কাজ কারতে পার্শ্ববতি শিবপাশা গ্রামের হত দরিদ্র দিনমজুর শৈলেন দাশের পুত্র বিজয় দাশ (১০) মায়ের সঙ্গে কাজ করতে এসে ঐ বাড়ির ছাদে অসাবধানতা বসত কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।