করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চাকুরি প্রত্যাশীদের উদ্দেশ্যে কিছু কথা….

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

দি হোপ জব প্রিপারেশন প্রোগ্রাম
মিরপুর, বাহুবল, হবিগঞ্জ।

মো: আইয়ূব আলী: প্রথমেই বলে রাখি, মহামারীর এই সংকটকালীন অবস্থায় বিশ্বের সকল দেশের সমস্যা একই রকম নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিস্থিতি চোঁখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সরকারি চাকুরির বিকল্প কিছুই নেই। দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে নিজেকে টিকিয়ে রাখার জন্য এবং পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য চাকুরির বয়স থাকাকালীন এই বিজ্ঞপ্তি হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ সুযোগ।

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য পদে (যেমন- উচ্চমান সহকারী, সাট মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, হিসাব সহকারী, ফিল্ড সহকারী, ইউনিয়ন সমাজ কর্মী, খাদ্য উপপরিদর্শক, স্টোর কিপার, অফিস সহায়ক ইত্যাদি) পরীক্ষা দেয়ার জন্য যারা ইতোমধ্যে ফরম পূরণের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং ইতোমধ্যে বিভিন্ন পদে আবেদন করেছেন আপনাদের জানাই “The Hope Job Preperation Program ” এর পক্ষ থেকে স্বাগতম।

ইতোমধ্যেই আপনারা জেনে গেছেন যে দেশের ইতিহাসে সর্ববৃহৎ নিয়োগ হতে যাচ্ছে ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। বিগত ২০১৮ সালের পর থেকে প্রথমবারের মতো এই বৃহৎ বিজ্ঞপ্তি আসার পর থেকে পরীক্ষার প্রস্তুতি বিষয়ে সবাই এখন কি পড়বেন, কোন বিষয় কিভাবে প্রস্তুতি নিলে ভালো হয় এই বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন। মনে রাখবেন ১০০ এর মধ্যে ৮০ নাম্বার এর MCQ পরীক্ষা এবং ২০ নম্বরের মৌখিক বা ভাইবা পরীক্ষা। জেনে রাখা ভালো যদি আপনি MCQ পরীক্ষায় ৪০/৪৫ Number পান তাহলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হলেও ৪০ নাম্বার কি আপনার চাকরির জন্য যথেষ্ট? মনে করুন, আপনি ৪০ নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় পাশ করেছেন এবং মৌখিক পরীক্ষা খুব ভালো হওয়ার কারণে আপনি পেয়েছেন ১৮ নম্বর । তাহলে ৪০+১৮= ৫৮ নম্বর । আর আপনি যদি MCQ পরীক্ষায় ৮০ নম্বরে ৭০/৬৫ নাম্বার তুলতে পারেন তাহলে ভাইভা পরীক্ষায় আপনি যদি ২০ এর মধ্যে ১০ পান তাহলে এই নাম্বার ৭৫ এ দাঁড়ায়। আর ৭৫ নাম্বার পেলে আপনার চাকুরীর নিশ্চয়তা বেড়ে যায় শতভাগ।

আপনারা যারা এখনো প্রাইমারি ফরম পূরণের জন্য/পরীক্ষার জন্য মনস্থির করে বসে আছেন, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ কোচিং ব্যাচের Routine সংগ্রহ করুন এবং আমাদের যে কোন একটা ক্লাস করে ভর্তির সিদ্ধান্ত নিন।
আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগ কোচিংটি করতে পারেন।

আমরা আপনাদের জন্য চার মাসের এই কোর্সে-
★৮০টি ক্লাস
★৮০টি লেকচার শীট
★৮০ টি ক্লাস টেস্ট
★৪ টি সাবজেক্ট টেস্ট
★১০ টি পূর্নাঙ্গ মডেল টেস্ট
★ চূড়ান্ত মডেল টেস্ট ৫টি
মোট পরীক্ষা ৯৯টি।
আমরা যাঁরা ক্লাস নিবো তা ইতিমধ্যে প্রকাশ করেছি। আমি শতভাগ আশাবাদী ঢাকা স্ট্যান্ডার্ড কোচিং দিতে সমর্থ হবো, ইনশাআল্লাহ। বিগত ২০ বছরের নিয়োগ পরীক্ষায় আমাদের বাহুবল উপজেলায় শতাধিক প্রার্থী চাকরি পেয়েছেন। যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের কাছে বিষয়টি জিজ্ঞাসা করলে জানতে পারবেন। আমরা নামেমাত্র ফি-তে এই কোচিং চালিয়ে যাচ্ছি। প্রাইমারি শিক্ষক নিয়োগ কোচিং এ বর্তমানে মেয়েদের জন্য ৬০% কোটা বরাদ্দ থাকার পরে যে সকল মেয়েদের পোষ্য কোটা এবং বিজ্ঞানে স্নাতক কোটা সহ সব বিষয় মিলিয়ে যদি থাকে তাহলে প্রায় ৮৫ থেকে ৯৫ পর্যন্ত মেয়েদের জন্য সুযোগ রয়েছে। আমাদের দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় একজন নারীর জন্য এই পেশা সবচেয়ে সম্মানজনক ও নিরাপদ। সেখানে সরকারি ভালো বেতনের (শুরুতে ২০ হাজার টাকারও বেশি) সামাজিক মর্যাদা সম্পন্ন এই চাকরি প্রাপ্তির এই মহা সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন না।

আমি দায়িত্ব নিয়ে বলছি কারো কাছে ঘোরাঘুরি করে অযথা টাকা নষ্ট করে কোন লাভ নেই। বরং লিখিত পরীক্ষায় ভালো করুন আপনার চাকরি নিশ্চিত। অন্যদিকে আপনি যদি ৪০ নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় পাস করেন এবং কোনো সুযোগে ভাইভা পরীক্ষার সম্পূর্ণ ২০ নম্বরও পেয়ে থাকেন তাও আপনার চাকরি হওয়ার নিশ্চয়তা নেই। অথচ আমাদের কোচিংয়ে নিয়মিত ক্লাস এবং পরীক্ষা গুলো যদি আপনি অংশগ্রহণ করেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনি ৮০ নম্বর এর মধ্যে ৭০ এর কম নম্বর পাবেন না। আর যদি ৮০ তে ৭০ প্লাস নম্বর আপনি তুলতে পারেন। ভাইভা পরীক্ষায় ২০ এর মধ্যে ১২ নম্বর দিয়েও যদি আপনাকে পাশ করানো হয় তাও আপনার চাকরি হওয়ার গ্যারান্টি ১০০%। কারো যদি আর্থিক কোনো বড় ধরনের সমস্যা থাকে সরাসরি আমাদের অফিসে এসে আমাদেরকে বলুন টাকা-পয়সার বিষয়টা আমরা বিবেচনায় রাখবো এবং আমাদের নিয়মিত ক্লাস গুলো করতে থাকুন।মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করুন। ইনশাআল্লাহ, আপনারা সফলকাম হবেন। স্বার্থক অধ্যবসায় মানুষকে তার লক্ষ্যে পৌঁছতে পারে। তাই কোন দ্বিধাগ্রস্ত না হয়ে ক্লাসে অংশগ্রহণ করে আপনার মনের সকল প্রশ্ন শিক্ষকদের কাছে করুন। আপনাকে চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে রাখতে আমরা আমাদের সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

লেখক:
প্রভাষক (আইসিটি)
আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ
মোবাইল: ০১৭১২২৪৭৮৭৫

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ