রবিবার, ১১ মে ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পেল শুক্রবার। রাজধানীর মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের তিন শাখা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন দর্শক।
এ সিনেমায় নীরা চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা। স্বভাবত দীর্ঘ প্রতীক্ষিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি নিয়ে তিনি উচ্ছ্বসিত। সঙ্গে স্মরণ করলেন প্রয়াত মাকে। পরিচালকের একটি পোস্ট শেয়ার করে ফেইসবুকে জানালেন সেই কথা।
শার্লিন লেখেন, “আমাদের উনপঞ্চাশ বাতাস … আজ ছড়িয়ে যাক। যে মানুষটা সবচেয়ে বেশি আবেগী হতেন, তিনি সম্ভবত আমার মা। ২০১৭ সালে যাকে মাটিতে রেখে এসেছি। জীবন-বোধের সবচেয়ে অচেনা আবেগের সঙ্গে পরিচিত হয়েছি যে বছরটিতে। অদ্ভুতভাবে সে শূন্যবোধটুকু পুরোটা কাজে লেগেছে নীরার। জীবন অদ্ভুত।”
পরিচালকের উদ্দেশে লেখেন, “গুরু আপনাকে কৃতজ্ঞতা আমাকে নীরা করে গড়ে তোলার জন্য। আমি আজও নীরা।”
অন্যদিকে মাসুদ হাসান উজ্জ্বল লেখেন, “সম্ভবত দিনটি ছিল ২৭ অক্টোবর ২০১৭। জীবনের তিনটি বছর আমরা এই ঊনপঞ্চাশ বাতাসের সঙ্গে রয়েছি। এই তিন বছরে আমার কাছে কিছু আসেনি, কেবলই গিয়েছে। প্রথম শুটিংয়ের দিনটাতে এমনই ঝুম বৃষ্টি ছিল, আজও আছে, আজও সেই অক্টোবর মাস! এ মাসেই আমি জন্মেছিলাম, আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নামও রেড অক্টোবর!”
আরও বেলেন, “সিনেমা এমন এক অদ্ভুত আবেগের নাম যা একজন সিনেমাওয়ালা ছাড়া পুরোটা কেউ বুঝবে না! অদ্ভুত আবেগ না হলে কেউ কি আর জীবন থেকে এভাবে তিনটি বছর খরচ করে দেয়! এত দিন জীবনের পুরোটা দিয়ে এই বাচ্চাটাকে লালনপালন করেছি, আজ থেকে সে আপনাদের! ভালো থাকিস- আমাদের ‘ঊনপঞ্চাশ বাতাস’।”
ছবিতে শার্লিন ফারজানার বিপরীতে আছেন ইমতিয়াজ বর্ষণ।
পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা ও সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই।