শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে পদোন্নতিজনিত বদলী উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক ও সিলেট বিভাগের বিদ্যোসাহী সমাজকর্মী পৌর মেয়র মো: জুয়েল আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংর্বধনা হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন সংর্বধিত কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদসহ সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মো: সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মামুনুর রশীদ ভুঁইয়া, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, প্রধান শিক্ষক অসমঞ্জুু প্রসাদ রায় চৌধুরী, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।