শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় রাস্তার পাশে থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মস্তক বিহীন লাশটি রাস্তার পাশে পরে থাকতে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, খবর পেয়ে মস্তক বিহীন অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি শামসুদ্দোহা।