• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে ৬ষ্ঠ বারের মত ‘খুর্শেদা-হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৩ নভেম্বর, ২০১৮

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ৬ষ্ঠ বারের মত অনুষ্ঠিত হয়েছে “খুর্শেদা-হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা”।

শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার মিরপুরস্থ “সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল”-এ ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৪৮টি সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীতে অধ্যায়নরত ২৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। পরীক্ষায় কেন্দ সচিবের দায়িত্ব পালন করেন, “সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল”-এর অধ্যক্ষ রনধীর চক্রবর্তী।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবিদ হরেন্দ্র কুমার দাস। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বাহুবল উপজেলা প্রাইমারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম।

কেন্দ্রটি পরিদর্শন করেন, হবিগঞ্জ-১ আসনের এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুুরুল ইসলাম নুর, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, জাপা নেতা ডাঃ এমদাদুল হক সবুজ, উপজেলা পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি কাজী আলফু, বাহুবল সবুজ সংঘের সভাপতি এম.এ মজিদ তালুকদার, ‘খুর্শেদা-হেকিম ফাউন্ডেশন’-এর সদস্য সচিব এহতেরামুল হক সোহাগ, বাহুবল মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুর রহমান জুয়েল, বাহুবলস্থ ‘কিশলয় কিন্ডার গার্টেন’-এর অধ্যক্ষ মোঃ জামাল আহমেদ, প্রাইমারী প্রধান শিক্ষক মাওলানা নুরুল আমিন, বাহুবল উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সমরেশ ভট্রাচার্য, ফতেহপুর প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ও বাহুবল উপজেলা উলামালীগ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ও প্রাইমারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক।

উপস্থিত ছিলেন, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য শারমীন সুমী, কাদির চৌধুরী বাবুল, আতাউর রহমান উজ্জল প্রমুখ। কর্তৃপক্ষ জানান, পরীক্ষায় ৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ