শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম-এর নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি দিদার এলাহী সাজু ও সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বাহুবলের ফুটন্ত গোলাপ মাল্টিমিডিয়ার পক্ষে অভিনেতা আক্তার হোসেন তাদের এ ফুলেল শুভেচ্ছা জানান।
এ উপলক্ষে উল্লেখিত সময়ে মিরপুর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আব্দাল মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার সৈয়দ মাহমুদ জামিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল আমিন শাহজাহান, নিরাপদ সড়ক চাই (নিসচা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার এম.আর মামুন, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, ফুটন্ত গোলাপ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মোঃ সুরাব আলী ও সেক্রেটারী মোঃ বাচ্চু মিয়া সরকার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ শফিকুল ইসলাম, আল আমিন মিয়া, মোঃ আতাউর রহমান রুবেল, আব্দুল মালেক ও মোঃ মিজান মিয়া।