রবিবার, ১১ মে ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
পিন্টু দেবনাথ একজন কলম সৈনিক। সদা হাসোজ্জ্বল ব্যক্তি সব সময় মাঠে থেকে কাজ করছেন। তিনি সাংবাদিকতায় এক উজ্জ্বল নক্ষত্র ও পরিচিত মুখ।
ইতিমধ্যে সাংবাদিকতা পেশায় তিনি দুই যুগ পূর্ণ করেছেন। ১৯৯৭ সালের শুরু থেকে তিনি সাংবাদিকতায় পেশায় যোগ দেন। শখের বসে তিনি সাংবাদিকতা শুরু করলে পরবর্তীতে তিনি এটাকে পেশা হিসাবেই বেচে নেন।
তিনি প্রথমে মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকা মাধ্যমে সাংবাদিকতা বা লেখালেখি শুরু করেন। এর পর থেকে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ২০১১ দিকে তাঁরই সম্পাদনায় ও প্রকাশনায় “কমলকুঁড়ি” নাম পত্রিকা বের করেন। আজও অত্যন্ত সুনামের সহিত পত্রিকাটি প্রকাশিত হচ্ছে।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক ইংরেজি পত্রিকা ” দি বাংলাদেশ টুডে ” (The Bangladesh Today) কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন অনলাইন মিডিয়ায় সুনামের সহিত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের প্রকাশনা সম্পাদক, মৌলভীবাজার জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
তিনি সম্প্রতি সাংবাদিকতায় বিশেষ অবদানে পাশ্ববর্তী দেশ ভারত থেকে সম্মাননা পান।
এছাড়াও তিনি সামাজিক সাংস্কৃতিক একাধিক সংগঠনের সাথে জড়িত।
পিন্টু দেবনাথ সাংবাদিকতার দুই যুগ পূর্ণ হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।