করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১১টায় আনন্দ র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পুরষদ হলরুমে আলোচনা সভা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ এর সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।

প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু প্রমূখ। বক্তব্য রাখেন যুব সমিতির তাসফিয়া খানম তিসা।

উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের যুব সমিতির শত শত সদস্যগণ। অনুষ্ঠান শেষে পারিবারিক হাঁস-মুরগী পালন বিষয়ে প্রশিক্ষিত ১২০ জন বেকার যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ