শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে গোপন বৈঠক, নাশকতা, পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ মামলায় বিএনপির ২ নেতাকে গ্রেফতার করেছে মাধবপুর পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- বহরা ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি সুন্দাদিল গ্রামের আব্দুল বারিকের ছেলে আব্দুল জলিল (৪৫) এবং নজরপুর গ্রামের জমসের আলীর ছেলে বিএনপি নেতা শফিক মিয়া (৪০)।
বৃহষ্পতিবার (১ নভেম্বর) ভোর রাতে উল্লেখিত গ্রামে মাধবপুর থানার এসআই কামাল হোসেন অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন।
মাধবপুর থানার এসআই কামাল হোসেন জানান, গত ২৯ সেপ্টেম্বর খড়কী গ্রামের ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার দেখিয়ে বৃহষ্পতিবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।