করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে আ’লীগের জাতীয় শোক দিবস পালন

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোক র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহরের দক্ষিন বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, সুজিত চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মদরিছ মিয়া মহালদার, মুক্তিযোদ্ধা আঃ সামাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খয়ের, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইদ্রিছ আলী, সাবেক ছাত্রলীগ নেতা মুক্তাদির চৌধুরী, উপজেলা কৃষকলীগ, শ্রমিকলীগ, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সভায় উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিসহ নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এক শোক মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাদ জোহর পৌর শহরের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল এবং বাসুদেব মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, ভাইস চেয়ারম্যান, বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, মুক্তিযোদ্ধারা অংশ নেন।

এছাড়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ