করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের একটি বেইলি ব্রিজ ভেঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি ট্রাক শ্রীমঙ্গলে জানকিছড়া নামক স্থানে পৌঁছালে নির্মাণাধীন বেইলি ব্রিজের একটি পাটাতন সরে গেলে এ ঘটনাটি ঘটে।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত এই সড়কে চলাচলরত সকল প্রকার যানবাহন ব্রিজের দুপাশেই আটকা পড়ে রয়েছে। সমস্যা সমাধানে সড়ক ও জনপথ বিভাগ দ্রুত গতিতে কাজ করছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বেইলী ব্রিজের ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, সমস্যা সমাধানে তারা দ্রুতগতিতে কাজ করছে, আশা করা যায় বিকাল চারটার দিকে ব্রিজটি মেরামত করে যান চলাচলের জন্য উপযুক্ত করা যাবে ৷

এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল জানান “আমরা খবর পাওয়ার পরই সেখানে আমাদের মিস্ত্রীদের পাঠিয়েছি, আশা করছি এক-দেড় ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব হবে৷”

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ