• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটের চা বাগানগুলিতে পর্যটকদের ভীড়

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২০
চুনারুঘাট ( হবিগঞ্জ) প্রতিনিধি: করোনার মধ্যেও পর্যটকে গিজ গিছ করছে হবিগঞ্জের চুনারুঘাটের চা বাগানসহ পর্যটক কেন্দ্রগুলোতে। অথচ উপজেলা সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা কালেঙ্গা অভয়ারণ্য সরকারি আদেশে বন্ধ রয়েছে। এ অবস্থায়ই ঈদে বাড়িতে আসা মানুষজন ছুটছে চা বাগানসহ বিভিন্ন এলাকায়।
 আজ রবিবার বিকেলে উপজেলা চান্দপুর, চনিডছড়া চা বাগান ঘুরে দেখা যায়, চারদিকে ভ্রমনপিপাসু মানুষের ভীড়। চা বাগানের অলিগলি, বাগানের ছড়াগুলো কিংবা লেকের পাড়ে পাড়ে মানুষ ভীড় করছে।
উপজেলার সবচেয়ে বড় সাতছড়ি জাতীয় উদ্যান এবং রেমা কালেঙ্গা অভয়ারন্য করোনার কারণে বন্ধ প্রায় ৬ মাস ধরে। দীর্ঘদিন ধরে থাকা মানুষ এবার ঈদে বেরিয়ে পড়েছে। অনেকেই বন্ধ সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে গেছেন। তারা পার্কে প্রবেশ করতে না পারলেও বাইরে ঘুরাঘুরি করছেন। পার্কের চারপাশেই ভ্রমন পিপাসুদের ভীড় দেখা গেছে।
এদিকে উপজেলার ২৪টি চা বাগানে এখন ভ্রমনপিপাসুদের ভীড় পড়েছে। চান্দপুর, চন্ডিছড়া, চাকলাপুঞ্জি, দেউন্দি, লালচান্দ. লস্করপুর, আমু, নালুয়া চা বাগানে শুধু মানুষ আর মানুষ। সবাই এসেছেন ঘুরতে। ঈদের ছুটির দিনে বেড়াতে।
বিশেষ করে চান্দপুর ও চন্ডিছড়া চা বাগানেই ভ্রমন পিপাসুদের ঢল নেমেছে। পুরাতন মহাসড়ক ও সাতছড়ি জাতীয় উদ্যান হওয়ার কারনে এ সড়কে মানুষের ভীড় প্রতিদিনই দেখা যায়। ভ্রমনে আসা আনোয়ার হোসেন জানান, ঈদের ছুৃটি মাত্র একদিন। তাই আজ ছেলে মেয়েদের নিয়ে চা বাগান দেখাতে এসেছি।
পলাশ ঢাকায় থাকেন, এসেছেন বাড়িতে। ঈদের পরদিন বাচ্ছা ও স্ত্রীসহ সকলকে নিয়ে বাগানে ঘুরতে এসেছেন। একই ভাবে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ