শনিবার, ১০ মে ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: তুহিন তোফাজ্জল এর নতুন ছবিতে ভিলেন হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ বেতারের গীতিকার হবিগঞ্জের কৃতি সন্তান এম আর মামুন।
সম্প্রতি প্রযোজক তুহিন তোফাজ্জল জানিয়েছেন যে, কোরবানির ঈদের পর তার আরেকটি নতুন ছবির কাজ শুরু করবেন, আর সেই ছবির ২জন নায়ককে চুক্তিবদ্ধ করিয়েছেন, একজন হলেন নায়ক তামিম রাজ আরেক জন হলেন নায়ক তুষার রাজ, তামিম রাজ ইতিমধ্যে তুহিন তোফাজ্জল এর ” কবি ” শিরোনামের একটা ছবির কাজ শেষ করেছেন।
ভিলেন হিসাবে চুক্তি করেছেন হবিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ বেতারের গীতিকার এম আর মামুনকে।
ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে, প্রযোজক তুহিন তোফাজ্জল বলেন, আমার নতুন ছবির গল্প ও চিত্রনাট্যর কাজ শেষ, তিনি ছবির নামটি এখনি প্রকাশ করবেননা, শুটিং শুরু হওয়ার কয়েকদিন আগে নতুন ছবির নাম প্রকাশ করবেন।
নায়িকা কাকে নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, নতুন ও পুরাতন নায়িকাদের মধ্যে কয়েক জনের সাথে কথা চলছে, এখনো কাউকে নায়িকা হিসেবে কনফার্ম করা হয়নি, ঈদ এর পর পর নায়িকা কনফার্ম করে ফেলবো।