করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে গ্রাম্য মাতব্বরের লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

টিপু সুলতান জাহাঙ্গীর,  বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে নুরুল ইসলাম ওরফে মুক্ত হোসেন (৭০) নামের এক গ্রাম্য মাতব্বরের লাশ উদ্ধার করেছে পুলিশ

বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার রশিদপুর চা বাগান এলাকার ডোবার খিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের মৃত আতিক উল্লার ছেলে।

নিহতের ছেলে জহিরুল ইসলাম জানায়, তার বাবা সকাল ১০টার দিকে জালের ছটি ক্রয় করতে ওলিপুর গ্রামে যান। বেলা ২টার দিকে তারা খবর পায় তার বাবার লাশ একটি ডোবায় ভাসমান অবস্থায় রয়েছে।

খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান, ওসি-তদন্ত আলমগীর কবীর ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

থানার ওসি জানান, তাৎক্ষনিক লাশে আঘাতের কোন চিহৃ  পাইনি,আমাদের তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ