রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের লক্ষে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী ব্যাক্তিগত তহবিল থেকে নবীগঞ্জ প্রেসক্লাবে ৮ টি পিপিই উপহার করেন।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষে পিপিই গ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি মোঃ ফারুক আহমেদ, এমদাদ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ দেলোয়ার হোসেন দিলু, যুবদল নেতা ডালিম আহমেদ চৌধুরী, মুরাদ আহমেদ ,জসিম চৌধুরী ও হবিগঞ্জ জেলা ছাত্রদল এর সহ সাধারণ সম্পাদক মোঃ শাহিন তালুকদার প্রমুখ।