করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জের সাংবাদিক শাবান মিয়ার জন্মদিন আজ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
শেখ মোঃ হারুনুর রশিদ: হবিগঞ্জের সংবাদপত্র ও সাংবাদিকতার আকাশে যতগুলো তারকা-নক্ষত্র আছেন এর মধ্যে “মোহাম্মদ শাবান মিয়া”এক উজ্জল নক্ষত্র।যাকে হবিগঞ্জের সংবাদপত্রের কিংবদন্তী ও জনক বলা হয়ে থাকে।আজ তাঁর জন্মদিন।
মানুষের মনের ভাষা আদান প্রদানের চমৎকার একটা মাধ্যম হল সংবাদপত্র।সংবাদপত্র জ্ঞানের ভান্ডার ও বটে এবং সেটা দৈনন্দিন বিশ্বমানব জীবনের অপরিহার্য  একটি অংশ।”ইন্ডিয়ান গেজেট”নামে ইউরোপের ভেনিস শহরে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।আমাদের উপমহাদেশের প্রথম সংবাদপত্র ছিল ইংরেজী”সমাচার দর্পণ”কলকাতার শ্রীরামপুরে খৃষ্টানপাদ্রী দ্বারা প্রকাশিত হয়েছিল।অনুরূপভাবে ১৯৮২ সালের ১০ই ফেব্রুয়ারী হবিগঞ্জ থেকে ‘মোহাম্মদ শাবান মিয়া’র সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক স্বাধিকার।হবিগঞ্জবাসীর অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে শুরু এর যাত্রা।হবিগঞ্জবাসী তথা মৌলভীবাজার,সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা।
জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে ১৯৫৯ ইংরেজী সালের ১৭ই জুলাই জন্মগ্রহণ করেণ মোহাম্মদ শাবান মিয়া।তাঁর পিতা মরহুম মোঃ চাঁন মিয়া খাঁন ও মাতা মোছাঃ তফুরুন্নেছা।ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।তিনি হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় হতে ১৯৭৭ ইং সালে  এসএসসি ও বৃন্দাবন সরকারী কলেজ থেকে ১৯৭৯ ইং সালে এইচএসসি পাস করার পর পরই তিনি হবিগঞ্জবাসীর ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে  জড়িয়ে পড়েন ছাত্ররাজনীতিতে।
অত্যন্ত মার্জিত, নম্র,ভদ্র, মেধাবী ও সত্যবাদী একজন মানুষ হিসেবে হবিগঞ্জবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।হবিগঞ্জবাসীর বিভিন্ন দাবী আদায়ের আন্দোলনে তিনি ছিলেন সোচ্ছার।জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু হবিগঞ্জবাসীর জন্য অকাতরে বিলিয়ে দিতে সামান্যতম কুন্ঠবোধ ও করেননি তিনি।সকল প্রতিবন্ধকতা কাটিয়ে তাঁর সম্পাদনায় প্রকাশ হতে থাকে সাপ্তাহিক স্বাধিকার।পরবর্তীতে স্বাধিকারের পাশাপাশি তিনি হবিগঞ্জ জেলা থেকে একটি দৈনিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন।
১৯৯৭ সালের ১লা নভেম্বর হবিগঞ্জ জেলাবাসীর ১ম দৈনিক সংবাদপত্র হিসেবে “প্রতিদিনের বাণী”পত্রিকার আত্মপ্রকাশ ঘটে।অন্যায়,অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে তিনি অনেক প্রতিবন্ধকতার স্বীকার হন। সকল বাধা বিপত্তি অতিক্রম করে দূর্বার গতিতে দূরন্ত পথিকের মত এগিয়ে যান হবিগঞ্জবাসীর কল্যাণে।
সাপ্তাহিক স্বাধিকার ও দৈনিক সংবাদপত্র “প্রতিদিনের বাণী” নামক পত্রিকা প্রকাশিত হওয়ায় হবিগঞ্জবাসী উল্লখযোগ্য যে সকল সুবিধা ভোগ করতে সক্ষম হয়েছিলেন এবং করতে পারছেন,সেই সকল সুবিধার গুরুত্বপূর্ণ কিছু দিক সমূহ-যেমন,ছাত্র-ছাত্রীরা সংবাদপত্র পড়ার মাধ্যমে অনেক মজাদার কিছু জানতে পারে।জনগণ এটা সংবাদের জন্য পড়ে,ব্যবসায়ীরা তাদের পণ্যের বাজারের অবস্থা জানতে পারেন,রাজনীতিবিদরা তাদের রাজনীতির অবস্থা জানতে পারেন।মানুষ শূন্য পদের জন্য চাকুরী খুঁজতে পারে।এছাড়াও সংবাদপত্র পাঠ করার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন জেলাবাসী।
১৯৮২ সাল থেকে অধ্যাবধি দীর্ঘ ৩৮ বছর ধরে অগণিত পাঠক সৃষ্টির মাধ্যমে প্রথমে সাপ্তাহিক স্বাধিকার ও পরবর্তীতে দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকা হয়ে উঠে হবিগঞ্জবাসীর প্রিয় সংবাদপত্র।ধারাবাহিকভাবে সংবাদপত্র প্রকাশ ও সম্পাদনা করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।হবিগঞ্জের শিক্ষা, চিকিৎসা,রাজনীতি,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নিভিড়ভাবে জড়িয়ে আছেন তিনি।তাঁর কন্যা শারমিন নাহার সিঁথি একজন এমবিবিএস ডাক্তার হিসেবে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কর্মরত আছেন এবং তাহার পুত্র আসিফ খাঁন শান্ত ২০১৭ ইং সালে ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং কোর্সে  ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন।তাঁর স্ত্রী ফয়জুন্নাহার শিমু রাজধানী ঢাকায় ছেলে ও মেয়ের উজ্জল ভবিষ্যত গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মোহাম্মদ শাবান মিয়া’র কর্মঠ,উদ্যমী ও নিরন্তন প্রয়াসের ক্ষোরধার লিখনি অনুপ্রেরণা হয়ে থাকবে আগামী প্রজন্মের পথচলা,এমনটাই মনে করেন হবিগঞ্জবাসী।
সর্বোপরি হবিগঞ্জের সংবাদপত্র জগতসহ উল্লেখিত সকলক্ষেত্রে মোহাম্মদ শাবান মিয়ার অবদান অনস্বীকার্য।জন্মদিনে সুস্থতার সাথে  দীর্ঘায়ূ কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি ও তাঁর পরিবার।
লেখক- নিজস্ব প্রতিনিধি প্রতিদিনের বাণী।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ