করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাথে ইউএনও মতবিনিময়

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

বুধবার (১৫ জুলাই) সকালে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. নাবেদ মিয়ার নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, যুগ্ম সম্পাদক মো. আলাল মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, এছাড়াও উপস্থিত ছিলেন, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য নাজমুল ইসলাম,জাফর ইকবাল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল নবনির্বাচিত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। তাই বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে বিকল্প নেই।

সততা ও নিষ্ঠার সাথে নবীগঞ্জে দায়িত্ব পালন করায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালকে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. নাবেদ মিয়া।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ