করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কনেকে রেখে মাঝপথ থেকে পালাল বর

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২০

করাঙ্গীনিউজ ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরা এলাকায়। পুলিশের কোন সাড়া না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই নারী।

ত্রিবেণী কালীতলার ওই নারী স্বামী পরিত্যক্তা। সাথে দুই সন্তানও রয়েছে। বছর দু’য়েক ধরে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই পরিস্থিতিতে সুযোগের ব্যবহার করে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে ত্রিবেনী কাঁঠালতলার বাসিন্দা শুভঙ্কর দাস।

এরপর ওই নারীকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়ে তার সঙ্গে বারবার অবৈধ সম্পর্কে লিপ্ত হতে চায় শুভ। চলতি মাসের প্রথমে এই নিয়ে প্রশ্ন তোলে এলাকাবাসী। এরপর শুভ তাকে হিন্দু রীতিতে সিঁদুর পরিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

কিন্তু বিয়ে করতে যাওয়ার পথেই মাঝ রাস্তায় ঘটে আশ্চর্য এক ঘটনা। দুই সন্তানের সঙ্গে ওই নারীকে দাঁড় করিয়ে রেখে পালিয়ে যায় শুভ। এরপর ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোন লাভ হয়না। পরে ওই নারীর মোবাইলে ম্যাসেজ আসে। এ বিষয়ে মগরা থানায় অভিযোগ জানালেও কোন কাজ না হওয়ায় অবশেষে শনিবার চুঁচুড়া আদালতের দ্বারস্থ হন ওই নারী।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ