শনিবার, ১০ মে ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনাধি, হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সকল ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে পাশে থাকেন জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলেই দলমত নির্বিশেষে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সহায়তা করা হয়। ইতোমধ্যে আমরা প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে চাউল প্রদান করেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের লোকজনের কাছে এই সহায়তা পৌছে দেয়ায় সহজেই তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করতে পারছেন।
সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা যুবলীগের নিজ উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অস্বচ্ছল লোকদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, সরকারি অনুদানের পাশাাপাশি প্রতি বছরের ন্যায় এবারো অস্বচ্ছল লোকদের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ জেলা যুবলীগ। এটি অত্যন্ত প্রসংশনীয় উদ্যোগ। তাদের মত সমাজের বিত্তবানরা যদি এভাবে দরিদ্র লোকজনের পাশে দাঁড়ান তাহলে বর্তমান সরকারের মহতী উদ্যোগগুলো আরো তরান্বিত হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই সরকারের আমলে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। এছাড়াও হবিগঞ্জসহ বিভিন্ন সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত উপকারভোগীরা দুই হাত তুলে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, জননেত্রী শেখ হাসিনার ভ্যান গার্ড হিসেবে হবিগঞ্জ জেলা যুবলীগ কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ঈদ, পূজাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জেলা যুবলীগ নিজ উদ্যোগে দরিদ্র লোকজনের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও জেলা যুবলীগ অস্বচ্ছল লোকদের পাশে থাকবে।
জেলা যুবলীগের সহ সভাপতি গৌতম কুমার রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকুল অচার্যী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, পূজা উদযাপন পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, প্রচার সম্পাদক এমএ হাকীম, শিক্ষা ও প্রশিক্ষণ পাঠাগার বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন শরীফ জনি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ পিন্টু আচার্য্য, উপ প্রচার সম্পাদক মোঃ আলম মিয়া, উপ দপ্তর সম্পাদক দ্রুব জ্যোতি দাশ টিটু, সহ সম্পাদক সবুজ আহমেদ, শান্তনু দাশ অলক, সদস্য শাহ বাহার, পৌর যুবলীগের নেতা দেলোয়ার হোসেন খান, জুয়েলুর রহমান, সাব্বির আহমেদ রনি, আবুল কাশেম রুবেল, এসডি সমুন প্রমুখ।
জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগ শহরের বিভিন্ন জায়গা থেকে ৩ শতাধিক অস্বচ্ছল লোকদের এক জায়গায় করে একটি করে শাড়ি এবং লুঙ্গি প্রদান করেছে।