সোমবার, ১২ মে ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
টিপু সুলতান জাহাঙ্গীর, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে সিজিল মিয়া (১৩) নামে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করেছে একই স্কুলে পড়ুয়া অারেক ছাত্রের পিতা। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) বেলা ১টা ১৫ মিনিটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বানিয়াগাঁও গ্রামের রাস্তায় এ ঘটনাটি ঘটে।
অাহত স্কুল ছাত্র মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। বানিয়াগাও গ্রামের জাহির মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আশুক মিয়ার ছেলে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র সাহিদুর রহমান (১৩)ও একই গ্রামের সুরুজ আলীর ছেলে ৬ষ্ট শ্রেণীর ছাত্র সজিব (১২)স্কুল থেকে ফেরার পথে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এ সময় সাথে থাকা একই গ্রামের জাহির মিয়ার ছেলে ৭ম শ্রেণীর ছাত্র সিজিল (১৩)তাদেরকে বাঁধা দেয়।
এক পর্যায়ে সজিবের বাবা সুরুজ অালী সিজিল মিয়া কে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে অাসে।
মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান করাঙ্গীনিউজকে বলেন, বিষয়টি দেখতেছি,তাদের উভয়ের পরিবারের সাথে কথা বলে দুই এক দিনের মধ্যেই বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।