রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: গত ৭ দিনে সারা বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে মে মাসেই পাঁচ-ছয় লাখ মানুষ সপ্তাহে আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছিল। জুনের শুরুর সপ্তাহেই -সাত-আট লাখ মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। তবে বর্তমানে আক্রান্তের সংখ্যা আরো বেড়ে গেছে।
সারাবিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৭ লাখ ৬৬ হাজার ৩৫ জন। মারা গেছে চার লাখ ৬২ হাজার ছয়শ ৯১ জন।
করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী যুক্তরাষ্ট্রে এখনো ১২ লাখ ১৪ হাজার সাতজন রোগী চিকিৎসাধীন আছে। গত এক সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা ৮.৩ শতাংশ বেড়েছে।
আশার ব্যাপার এই যে, গত এক সপ্তাহে সারাবিশ্বে করোনা আক্রান্ত পাঁচ লক্ষাধিক মানুষ সেরে উঠেছে। আর এখন পর্যন্ত সেরে ওঠা রোগীর সংখ্যা ২৬ লাখ ২৭ হাজার আটশ ৮৩ জন।
সূত্র: ইন্টারনেট