সোমবার, ১২ মে ২০২৫, ০২:০১ অপরাহ্ন
মোঃ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান: মৃত্যুর জন্যই জীবন। আর জীবনের জন্য জীবিকা।
জীবিকার প্রয়োজন বেঁচে থাকার জন্য। জীবিকার প্রয়োজন বিভিন্ন জনের বিভিন্ন ধরনের হতে পারে। যার যত বেশি জীবিকার প্রয়োজনই হোক না কেন যখন প্রেসার, ডায়াবেটিসসহ অনেক রোগ হয় তখন মনে হয় আসলে জীবিকার বেশি দরকার ছিল না।
তখন কিন্তু খাওয়া যতই সামনে থাকুক ডাক্তার এর দেওয়া ডাইরি মতেই চালিয়ে যেতে হবে কারণ তখন আর জীবিকা দরকার না দরকার জীবন।
এই সহজ সরল সমীকরণ টা বুঝতে পারলে এই ঘোর অনামিসায় আমরা সবাই নিরাপদে ঘরে থাকতে পারি। অবশ্য আল্লাহ যেমন চাহেন।
যাই হোক আমার ব্যক্তিগত একান্তভাবে বিশ্বাস আমাদের দেশে যে পরিমাণ খাদ্য তথা আর্থিক অবস্থা সার্বিক ভাবে বিদ্যমান এতে এই পরিস্থিতিতে সহজ ভাবেই চালিয়ে দেওয়া যেত।
যদিও অনেক প্রয়োজন এ হয়ত আমাদের বাড়ির বাইরে আসতে হচ্ছে। কিন্তু সরকার নির্দেশিত আইন মেনে চললে সমস্যা নাও হতে পারে। কিন্তু যদি শুধু জীবিকার জন্য তবে আরও কিছুদিন কিছু সহযোগিতার মাধ্যমে চালিয়ে দেওয়া যেত।
যদিও বাড়ি ভাড়া আরও অন্যান্য ব্যয় বহন সত্যিই কষ্টকর। বাড়িওয়ালারা যদি একটু মানবিক হোন তবে অনেক জীবন হয়ত বেচে যেতে পারে।
যদিও অনেকেই ভাড়ার উপর নির্ভর করে জীবনযাপন করেন। তদুপরি জীবন আপনার তাই যত সম্ভব ঘরে থাকুন। আর আমরা মানবিক হই আর সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এতে লাভ কিন্তু আপনার ই।
(এই লেখা কারো পক্ষে বা বিপক্ষে মনে করলে পত্রিকা কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এটি লেখকের মতামত)।
লেখক: এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও জজ কোর্ট হবিগঞ্জ এবং সদস্য, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।